Wednesday, 29 March 2017

মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং কোর্স কি এবং কেন? Medical Assistant Training School (MATS) হল গ্রাম বাংলার জনগণের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সেবার লক্ষ্যে নিয়ে- ১৯৭৬ সালে সরকার প্রথম মধ্যম মানের চিকিৎসক তৈরীর উদ্দেশ্য যে ৩ বছর মেয়াদী বাংলাদেশ রাস্ট্রীয় চিকিৎসা অনুষদ। ডিপ্লোমা কোর্স চালু করে।এই কোর্সের নাম Medical Assistant Training Course. যা State Medical Faculty থেকে এই ডিপ্লোমা প্রাপ্ত চিকিৎসক গণ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তিক রেজিষ্ট্রেশন/লাইসেন্স প্রাপ্ত মধ্যম মানের চিকিৎসক।বাংলাদেশের ৬৮,০০০ গ্রামের প্রায় ১৬ কোটি মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্যই মূলত এই চিকিৎসা শ্রেণী তৈরী হয়।১৯৭৬ সালে কোর্স চালু হলে পরবর্তীতে ১৯৭৯ সাল থেকে গ্রাম/ইউনিয়ন এবং উপজেলা-লেভেলে নিয়োগ প্রাপ্তমেডিকেল এ্যাসিষ্ট্যান্টগন গ্রাম বাংলার মানুষের চিকিৎসা সেবা তথাস্বাস্থ্য সেবা দিয়ে আসছে।মানুষের যে কোন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার কারনে বহুউচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার রয়েছেন যারা বেশীর ভাগই শহরাঞ্চলে বসবাসকরেন।ফলে গ্রামের মানুষ তাদের স্বাস্থ্য সমস্যায় প্রাথমিক যে ডাক্তারদের সহযোগীতা পায় তাহারা হলো এই বিশেষ ট্রেনিং প্রাপ্ত ডিপ্লোমা ডাক্তার।মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং কোর্সধারী ডাক্তার গ্রামের মানুষের কাছে তাদের পরিচিতির প্রয়োজনীয়তা বিশেষ ভাবে লক্ষনীয়।তাদের সেবায় মানুষসন্তুষ্ট।Medical Assistant Training Course সম্পূর্ণ ডাক্তারকে Diploma of Medical Faculty (DMF) ডিগ্রি দিয়ে থাকে।সরকারী পর্যায়ে MATS কোর্স করার জন্য প্রথমে ৮ টি প্রতিষ্ঠান তৈরি করা হয়। পরবর্তিতে ১৮ টি করা হয় এবং বিশেষ কিছু কারনে ১১ টি ম্যাটস বন্ধ করে দেওয়া হয়। ফলে ৭ টি প্রতিষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা প্রদান করা হয়।পরবর্তিতে ২০১২ সালে ৮ টি প্রতিষ্ঠান করা হয়।যা চাহিদার তুলনায় খুবই কম।বর্তমানে উক্ত শিক্ষা ব্যাবস্থা বেসরকারী পর্যায়ে শুরু করার অনুমোদন দিয়েছেন সরকার।MATS-দের কর্মক্ষেত্র : ২০০৯ সালে শুধুমাত্র সরকারী ভাবে চাকুরীর পোষ্ট খালি ছিল ৯০০০ হাজার এর উপরে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে,বিভিন্ন স্বাস্থ্য উপ-কেন্দ্রে,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে,স্কুল হেলথ ক্লিনিক,বিভিন্ন আধাসরকারী/কর্পোরেশন- যেমন- তিতাসগ্যাস, বি,আই,ডব্লিউ,টি,সি, বিজিপ্রেস,বাংলাদেশ বিমান ইত্যাদি ছাড়াও বিভিন্নএনজিও প্রতিষ্ঠানে যেমন- ব্রাক,গণস্বাস্থ্য,কেয়ার,গণসাহায্য সংস্থা, আই সি ডিডিআর্বি, Save the Children(USA)/(UK). ছাড়াও দেশী বিদেশী নানা প্রতিষ্ঠানে DMF ডিগ্রিপ্রাপ্তগন নিয়োগ পেয়ে থাকে।ভবিষ্যতে আরও নতুন কর্মক্ষেত্র তৈরী হবে।২০০৯ সালে শুধুসরকারী পর্যায়ে নিয়োগ দেয়ার জন্য যথেষ্ঠ সংখ্যক DMF ডিগ্রিধারী না থাকায় বার বার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও আসনখালি থেকে গিয়েছিল।এই সমস্যা সমাধানের জন্যই সরকার বেশী সংখ্যক DMF ধারী ডাক্তার তৈরীর জন্য বেসরকারী পর্যায়েশিক্ষা দেয়ার ব্যবস্থা শুরু করেছে। বর্তমানে এবং আগামী দিনে DMF সার্টিফিকেট নিয়ে যথেষ্ঠ চাকুরীর সুযোগ রয়েছে।আবার চাকুরী না করলেও একজন DMF ডাক্তার প্রাইভেট প্রাকটিশনার হিসাবে শহরে বন্দরে কিংবা গ্রামে ডাক্তারী করে প্রতি মাসে মান সম্মত অর্থ উপার্জন করে থাকেন।সরকারী চাকুরীতে DMF-দের Sub-Assistant Community MedicalOfficer বা উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা অথবা MedicalAssistant হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন এবং বেসরকারী ক্ষেত্রে নানাবিধ পদে চাকুরীতে নিয়োগ দেয়া হয়......... সৌজন্যে, কার্ডিয়াক প্লাস কোচিং সেন্টার